রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫

রোটারি ক্লাব চিটাগং ইস্ট এর শিক্ষাসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়িক এবং পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠা বিশ্বব্যাপী একটি সেবামূলক আন্তর্জাতিক সংগঠন হচ্ছে রোটারি। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন শতাধিক বছর ধরে বিশ্বজুড়ে বন্ধুত্বের মাধ্যমে সমাজবিনির্মাণে বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিস্কাষণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, রোগ প্রতিরোধ, পরিবেশ এবং মা ও শিশুস্বাস্থ্য উন্নয়নে রোটারি তথা বাংলাদেশের রোটারিয়ানেরাও অনেক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব চিটাগং ইস্ট সম্প্রতি আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইজদী, নোয়াখালীর দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কোমলমতি শিশুশিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই রোটারিরর লোগোচিহ্নিত চমৎকার স্কুলব্যাগ বিতরণ করে- যা পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হয়।
এসময় রোটারি ক্লাব অব চিটাগং ইস্ট এর প্রেসিডেন্ট রোটারিয়ান নিলুফার আজাদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ পড়ালেখার পাশাপাশি তোমরা চমৎকার একজন ভালো মানুষ হবে। ধর্ম-বর্ণ সব ভুলে তোমরা মানুষের মতো মানুষ হবে- এই আমাদের সকলের দৃঢ় প্রত্যাশা “
এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি জুবাইদুর রহমান সাকিব, পিপি রোটারিয়ান পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি,, পিপি রোটারিয়ান রাকিবুল ইসলাম, পিপি রোটারিয়ান নাসিমা আক্তার, পিপি রোটারিয়ান চম্পা কলি বড়ুয়া, স্কুল কমিটির সভাপতি অ্যাডভোকেট বি এম কিউ খায়রুল ইসলাম, প্রধানশিক্ষক মো. নুরুল আবছার, সহকারী শিক্ষক রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক আলেয়া বেগম, সহকারী শিক্ষক রোকসানা আক্তারও সহকারী শিক্ষক বিবি কুলছুম ইশান

bsrm

সর্বশেষ

এই বিভাগের আরও