নিজস্ব প্রতিবেদক *
প্রবর্তক স্কুল এন্ড কলেজের প্রথম অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মনোজ কুমার দেব।সম্প্রতি নবাগত অধ্যক্ষ হিসেবে যোগদান করায় স্কুল এন্ড কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দুনন্দন দত্ত, আজীবন সদস্য প্রফেসর রীতা দত্ত, শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রী ও কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। যোগদানের পরপরই তিনি ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করে বইউৎসবের শুভ সূচনা করেন। এর আগে তিনি কলেজ শহীদ মিনার এবং প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত শ্রী বীরেন্দ্রলাল চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ৮ আগস্ট ডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগ দিয়ে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরিতে জন্ম নেয়া মনোজ কুমার দেব রোটারি কর্মকাণ্ডের পাশাপাশি পত্রিকায় লেখালেখি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।রোটারিয়ান মনোজ কুমার দেব রোটারি ক্লাব চিটাগং হিলটাউনের ভাইস-প্রেসিডেন্ট।