শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে “রেস্পন্সিবিলিটি অ্যান্ড অ্যাকশান ফর দ্য চাইল্ড অ্যান্ড প্যারেন্টস ডিউরিং ন্যাচারাল ডিসেস্টার অর ইমারজেন্সিস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

“রেস্পন্সিবিলিটি অ্যান্ড অ্যাকশান ফর দ্য চাইল্ড অ্যান্ড প্যারেন্টস ডিউরিং ন্যাচারাল ডিসেস্টার অর ইমারজেন্সিস”, করণীয় শীর্ষক  সেমিনার মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর আল মাগরিব ইন্টারন্যাশনাল স্কুলে  অনুষ্ঠিত হয়। অর্গানাইজেশন ফর ডিসেস্টার ম্যানেজমেন্ট সোসাইটি ওডিএমএস এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সভাপতিত্ব করেন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্হাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জহুরুল আলম। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড.এম  মাঈন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসস’র চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. শাহনেওয়াজ, ইউএসটিসি’র ফিন্যাম্স এবং ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাহাবুদ্দিন, আল মাগরিব স্কুলের সিইও মো. নেয়াযুল হক এবং ওডিএমএস এর নির্বাহী পরিচালক এম আর চৌধুরী মিলটনসহ অন্যরা।bsrm

সেমিনারে বক্তারা বলেন, বিশ্বের এখন প্রধান সমস্যা জলবায়ু পরিবর্তন। এর প্রভাবের শিকার পুরো বিশ্ব। যার প্রমাণ ক্যালিফোর্নিয়ার দাবানল। ইউরোপে বরফের আস্তরণ কমছে।  বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ।  বন্যা, খরা, ঘূর্ণিঝড়,জলোচ্ছ্বাস, ভূমিকম্প, আগুন আমাদের দেশে নিত্যনৈমিত্তিক ঘটনা। এসব দুর্যোগের মধ্যে আমাদের বেঁচে থাকতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। দুর্যোগ মোকাবেলা ও এর প্রভাবে ক্ষয়ক্ষতি, জীবনহানি থেকে রক্ষা পেতে সাধারণ মানুষের পাশাপাশি শিশুদের সচেতন করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি ও শিল্পকারখানা  অবাকাঠামোতে দুর্যোগকালীন সময়ে শিশুদের জন্য নিরাপত্তাব্যবস্থা রাখতে হবে। তাই নিরাপদ বিশ্ব, দেশ গড়তে শিশুদের যারা আগামী প্রজন্ম- তাদের দুর্যোগ সম্পর্কে শিক্ষা বা ধারণা দিতে হবে।

সর্বশেষ

ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত

এই বিভাগের আরও