ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন- ইপসা ‘র উদ্যোগে প্রো ইয়ূথ গ্লোবাল, ইপসা সিড প্রকল্পের সহায়তায়
লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তা: পরিবর্তনের জন্য বৈশ্বিক আন্দোলন উপলক্ষে “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চট্টগ্রামের নগরের শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
ইপসা পরিচালক ( সামাজিক উন্নয়ন) নাছিম বানুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন কবি ও সাংবাদিক দৈনিক প্রথম আলো ‘র বার্তা সম্পাদক ওমর কায়সার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ফারিহা জেসমিন, এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির প্রভাষক ফারিন ফাইজা খান, ইয়াছিড নির্বাহী পরিচালক কায়সার হামিদ, যুব সংগঠক সেতার রুদ্র প্রমূখ। প্রারম্ভিক আলোচনায় ছিলেন ইপসার সহকারী পরিচালক ও ইয়ূথ ফোকাল আব্দুস সবুর। প্যানেল আলোচকদের আলোচনায় বিশ্বব্যাপী নারী ও কন্যাদের ওপর শারীরিক ও যৌন নির্যাতন, খুন, ধর্ষণের পাশাপাশি অনলাইন ব্যবহারের মাধ্যমে যৌন নিপীড়ন, মিডিয়া ট্রায়ালে বিপর্যস্ত হওয়ার বিষয়টি ব্যাপকভাবে ওঠে আসে।
আলোচকদের আলোচনায় জানা যায় ,বিশ্বে প্রতি ১০ মিনিটে ১ জন নারী পরিবার কিংবা স্বজনদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়, শুধুমাত্র ২০২৩ সালে বিশ্বব্যাপী প্রায় ৮৫০০০ নারী ও কিশোরীকে হত্যা করা হয়েছে। বাংলাদেশেও এক সমীক্ষায় দেখা গেছে প্রায় ৮৭ শতাংশ নারী কোনো না কোনোভাবে পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে। আলোচকবৃন্দ সবাইকে বিশেষ করে জনসচেতনায় সর্বত্র ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ( ওসিসি), ওয়ান স্টপ ক্রাইসিস সেল, আইন ও সহায়তা কেন্দ্র ‘র কার্যক্রমে সহায়তার মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সর্বাত্মক এগিয়ে আসার আহবান জানান।
