চট্টগ্রাম নগরের শিশু একাডেমিতে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা’র উদ্যোগে, ইউনিলিভার বাংলাদেশ লি. প্রো ইয়ূথ গ্লোবাল, ইপসা সিড ‘র সহায়তায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করা হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ‘সমন্বিত ভবিষ্যতের জন্য স্বেচ্ছাসেবা’- এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজিত স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। সকাল ১০টায় নগরের প্রবর্তক মোড়, ২নম্বর রোড এলাকায় র্যালি শেষে ইপসা’র সহকারী পরিচালক ও ইয়ূথ ফোকাল আবদুস সবুরের সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন কবি ও সাংবাদিক, দৈনিক প্রথম আলো’র বার্তা সম্পাদক ওমর কায়সার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ফারিহা জেসমিন, ইপসা পরিচালক (সামাজিক উন্নয়ন ) নাছিম বানু, এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির প্রভাষক ফারিন ফাইজা খান প্রমুখ। আলোচকেরা স্বেচ্ছাসেবী কার্যক্রমে জড়িতদের মহান মানুষ আখ্যায়িত করে বলেন, যখনি দেশে কোনো দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দুর্যোগ- দূর্বিপাকের মতো ঘটনা ঘটে তখনি হাজার হাজার স্বেচ্ছাসেবক এবং অজস্র স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে বলেই যেকোনো বিপর্যয় সামাল দেয়া সম্ভব হয়। নিকট অতীতে ফেনী, নোয়াখালী অঞ্চলের বন্যা, সীতাকুণ্ডে বিএমডিপো বিস্ফোরণ তারও আগে রানা প্লাজার ঘটনায় স্বেচ্ছাসেবকদের কার্যক্রম সত্যিই অভূতপূর্ব ছিলো। এছাড়াও রক্তদান কার্যক্রম, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় তরুণদের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়।
আলোচকেরা পুরস্কারপ্রাপ্ত সংগঠন ও সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকদের অভিনন্দন জানান। পুরস্কারপ্রাপ্ত সংগঠনগুলোর পক্ষে স্মারক ( ক্রেস্ট) গ্রহণ করেন যথাক্রমে আশিকুল মাহমুদ ইরফান, ফ্যাকাল্টি ইন চার্জ সিআইইউ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, তাসমিম চৌধুরী বহ্নি, আহবায়ক, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি উইমেন এমপাওয়ারমেন্ট এন্ড লিডারশীপ ফান্ড, আফরা নাওয়ার রহমান, সভাপতি- এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট ক্লাব, শামীম সুলতানা,সভাপতি- চিটাগং ইউনিভার্সিটি, এনভারনমেন্ট সোসাইটি, বকতিয়ার হোসেন, পরিচালক স্বপ্ন ও আগামী, দিদারুল আলম রাফি, মেম্বার- হিউম্যানিটি ওয়েলফেয়ার, খাগড়াছড়ি, নোমান উল্ল্যাহ বাহার, সভাপতি এসডিজি ইয়ূথ ফোরাম, চট্টগ্রাম, কায়সার হামিদ, সভাপতি- ইয়ূথ এলায়েন্স ফর সাসটেইনেবল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ।