নিজস্ব প্রতিবেদক *

রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল।
আজ সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।
চাঁদপুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে।
ডা. দীপু মনি চাঁদপুর-৩ আসন থেকে টানা চারবার আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। এরমধ্যে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে সেই সরকারের মন্ত্রিসভায় দেশের সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।
রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
পালানোর সময় শেখ হাসিনা মনে হয় বলেছেন- আগরতলা কতদূর: রিজভীপালানোর সময় শেখ হাসিনা মনে হয় বলেছেন- আগরতলা কতদূর: রিজভী
ডিএমপি সূত্র জানিয়েছে, আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে। সেখানে ঊর্ধ্বতনরা আছেন। তারাই সিদ্ধান্ত নেবেন কোন মামলায় গ্রেপ্তার দেখাবেন। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।