বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

জেলাপ্রশাসককে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ’র স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক *

বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারের বাড়িঘর জায়গা—জমিগুলো রক্ষার দাবিতে জেলাপ্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামানকে স্মারকলিপি প্রদান

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ চট্টগ্রামে জেলা প্রশাসকের কাছে বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের বসতবিটা জায়গা জমিগুলো উদ্ধার করে আগামী প্রজন্মের জন্যে বিপ্লবী ও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর করার জন্যে স্মারকলিপি প্রদান করেন পরিষদের নেতৃবৃন্দ।bsrm

বুধবার (৩মার্চ) সকাল টায় স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মাস্টার অঞ্জন কান্তি চৌধুরী, কবি সঞ্চয় কুমার দাশ, সহসভাপতি মাস্টার অজিত কুমার শীল, বিশিষ্ট সমাজসেবক সাবেক ইউপি সদস্য সুনিল দাশ, বিপ্লবী পরিবারের সদস্য প্রবীর দাশগুপ্ত, পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, নিখিল ভট্টাচার্য।

স্মারকলিপি প্রদানকালে তাৎক্ষণিক পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভৌমিক দু:খ প্রকাশ করে জেলাপ্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামানকে বলেন,  “জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্যসেনের বাড়িঘর জায়গা জমিগুলো সরকারিভাবে উদ্ধার করা হলেও একই সাথে প্রাণদাকারী বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারের বাড়িঘর জায়গা—জমিগুলো এখনো রক্ষা করা হয়নি।” তিনি আরো উল্লেখ করে বলেন, চট্টগ্রাম কারাগারে বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের নামে একটি ভবন ও ঐতিহাসিক নিদর্শন ফাঁসির মঞ্চে আত্মজীবনী ও ম্যুরাল সংযুক্ত আছে।

পরিশেষে উল্লেখ করেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে ৭ পৃষ্ঠার ২৪ নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে—বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যমণ্ডিত স্মৃতি নির্দশন বস্তু বা স্থান সমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করিবেন।ads din

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও