নিজস্ব প্রতিবেদক *
৫০০ সুবিধাবঞ্চিতের মাঝে সেহরি বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বিশিষ্ট সমাজ সেবক সাইফুল করিম চৌধুরীর উদ্যোগে বুধবার (২৭ মার্চ) মধ্যরাতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়, জিইসি, ওয়াসা, ষোলশহর এবং মুরাদপুরে সুবিধা বঞ্চিত মানুষের হাতে সেহরির খাবার তুলে দেন মেয়র।
মহৎ এই উদ্যোগ সম্পর্কে মেয়র বলেন, পবিত্র রমজান মাসে অসহায় দুঃস্থ মানুষদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সাইফুলের মত সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সুবিধা বঞ্চিত এসব মানুষের জীবন সহজ হবে। করোনাকালীন সময়েও সাইফুল দিন-রাত মানুষের বাড়িতে বাড়িতে খাবার, অক্সিজেন দেয়া সহ অনেক মানবিক কাজ করেছে। জনমানুষের কল্যাণে তার এই কাজ অব্যাহত থাকুক এটাই আমার প্রত্যাশা।
সমাজসেবক সাইফুল করিম চৌধুরী বলেন, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো । মেয়রের অনুপ্রেরণা আামাকে এধরনের সমাজসেবামূলক কাজ অব্যাহত রাখতে উৎসাহিত করবে। এসময় আরো উপস্থিত ছিলেন, জাগ্রত সেবা চট্টগ্রাম জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট মো.জাহাঙ্গীর আলম।