বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

শেরে বাংলা উচ্চবিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

অসচ্ছল ও গরিব পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছেন পরিষদের সভাপতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক লায়ন মো. খোরশেদ আলী

শেরে বাংলা উচ্চবিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে সাতকানিয়া উপজেলার  বাজালিয়া ও পুরাণগড় ইউনিয়নের ৪৮ টি অসচ্ছল ও গরিব পরিবারের মধ্যে ইফতার  সামগ্রী বিতরণ করা হয়েছে। এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি লায়ন মো. খোরশেদ আলী, পরিষদের সহ-সভাপতি নাজিম উদ্দিন , নির্বাহী উপদেষ্টা সদস্য জোবায়েদ এরফান চৌধুরী টিটু,  সহ সভাপতি লায়ন মো. আমান উল্লাহ, সভাপতি এরশাদ হোসাইন হিরু, সাধারণ সম্পাদক লায়ন নিজাম উদ্দিন মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মুহাম্মদ  গিয়াস উদ্দিন সুমন,  সাংগঠনিক সম্পাদক  নুরুল আলম জিকু, রিমুন দাশ প্রমুখ।

ইফতার সামগ্রী বিতরণে যারা আর্থিক সহায়তা দান করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের সভাপতি  আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর লায়ন মো. খোরশেদ আলী এবং  তিনি পরিষদের মাধ্যমে  ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।bsrm

সর্বশেষ

এই বিভাগের আরও