চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম পবিত্র রমজানের প্রথম দিবস বড় পীর শেখ সৈয়দ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (র:) এর বেলাদত দিবস উদযাপন, এতিমদের সাথে পরিবার পরিজন নিয়ে ইফতার করেন এবং আজ সকালে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড ও ২৩ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের দু:স্থ রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেন।
দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের অধিবাসী ৩ হাজার দু:স্থ রোজাদার এবং ২১৮ দেওয়ানহাটে ২৩ নম্বর ওয়ার্ডের ১৫০০ হাজার দু:স্থ রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেন। পবিত্র ইফতারের সময় বড় পীরের নামে মুসল্লিদের মাঝে তবারুক ও ইফতার বিতরণ করেন। এসব কর্মসূচী পালনকালে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, আর্তমানবতার কল্যাণে আমরা আজীবন সেবা দিতে চাই। আমাদের এ সেবা আল্লাহ তায়ালা যাতে কালকেয়ামত পর্যন্ত জারী রাখেন এ কামনাই আমাদের। তিনি আরো বলেন, দেশের অন্যসব বিত্তশালীরা এগিয়ে আসলে আর্তমানবতা আরও উপকৃত হবে। বড় পীরের ধর্মীয় কর্মসূচী, ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণকালে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ আবেদ আবদুল্লাহ মনজুর আলম, সারহান আবদুল্ল্যাহ মনজুর আলম, রাজনীতিক লোকমান আলী, এম এ হান্নান ও মোহাম্মদ ইব্রাহীম এবং অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর ও সাবেক অধ্যক্ষ বাদশা আলমসহ নানা শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।