বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক *

এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমসহ ঊধ্বতন কর্মকর্তাগণ

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।বুধবার ( ৬ মার্চ)প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন। ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের মুরাক্বিব সৈয়দ জয়নুল আবেদীন সহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। অনুষ্ঠানে ব্যাংকের সংশ্লিষ্ট আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।bsrm

নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হচ্ছে- কিশোরগঞ্জের কটিয়াদি গচিহাটা বাজারে, নরসিংদীর ঘোড়াশাল বাজারে, কক্সবাজারের মহেশখালীর হোয়ানক বাজারে, নাটোরের সাহেববাজার দ্বারীখৈরে, কুমিল্লার হোমনায় মঙ্গলকান্দি বাজারে ও মুরাদনগরের বাংগরা গাজীরহাট বাজারে এবং ফরিদপুরের ভাংগায় শরিফাবাদ বাজারে।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আমাদের ব্যাংকের সেবা শাখা উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে দেশের আনাচে কানাচে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আশা করি আজ যেসকল এলাকায় এজেন্ট আউটলেট উদ্বোধন করা  হলো সেসকল এলাকার সকল শ্রেণিপেশার মানুষ আমাদের ব্যাংকের সেবা গ্রহণ করবেন।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও