চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত ও পরিচালিত আলহাজ্ব তাহের মনজুর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসাসহ ১২টি মাদ্রাসার শিক্ষার্থীদের আন্ত:মাদ্রাসা ক্রীড়া, নাত্, গজল ও একাডেমিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এইচ.এম ভবন অডিটরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র,সামাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। সাবেক অধ্যক্ষ বাদশা আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফজুর রহমান চৌধুরী, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম, উপাধ্যক্ষ মাওলানা মাহফজুর রহমান, প্রতিষ্ঠান প্রধান আবদুছ ছাত্তার মজুমদার, প্রধান শিক্ষক, মৌসুমী দাস, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা রিয়াজ হোসেন, মাওলানা মোহাম্মদ ইব্রাহীম, আবু তৈয়ব, জাকির হোসেন, আঁকির হাসান, শেখ ফরিদ ও আবদুস শুক্কুর সহ অন্যরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, পবিত্র ইসলামের প্রচার ও প্রসার, সুন্নিয়তের খেদমতে আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করে ধর্মীয় শিক্ষার সুযোগ সৃষ্টি করেছি। তিনি বলেন, আমাদের মাদ্রাসাসমূহে পবিত্র কোরআন, হাদিস শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা, খেলাধুলা, সহশিক্ষা, চরিত্র গঠনসহ নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের পারদর্শী করা হয়। পরে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম খেলাধুলা, নাত্ গজল ও একাডেমিক বিষয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।