বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে পেডিকেয়ার হসপিটালে টিকাদান কর্মসূচী ও শিশু অপারেশন থিয়েটার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বন্দরনগরী চট্টগ্রামের পাঁচলাইশস্থ পেডিকেয়ার হসপিটালে শুক্রবার সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এবং নন-ইপিআই টিকাদান কর্মসূচীসহ শিশু অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেডিকেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ফাহিম হাসান রেজা। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ, দায়িত্বশীল কর্মকর্তা এবং বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু স্বাস্থ্য চিকিৎসক ডা. জাহেদ কামাল ও আইয়ুবুর রহমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পেডিকেয়ার হসপিটালের এই উদ্যোগকে স্বাগত জানান।bsrm

শিশু স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করতে ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পেডিকেয়ার হসপিটাল এই টিকাদান কেন্দ্র চালু করেছে। একইসঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে শিশু অপারেশন থিয়েটার, যেখানে চট্টগ্রামের বিশেষজ্ঞ শিশু সার্জনদের তত্ত্বাবধানে শিশুদের জন্য উন্নতমানের সার্জারির ব্যবস্থা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে টিকাদান কর্মসূচীর গুরুত্ব অপরিসীম। নবজাতক ও শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে নিয়মিত টিকা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই উদ্যোগ নিঃসন্দেহে চট্টগ্রামের শিশু স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আমি পেডিকেয়ার হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, যারা সামাজিক দায়বদ্ধতা থেকে শিশুদের জন্য বিশেষায়িত এই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন।

“শুধু টিকাদান নয়, শিশু অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে এই হাসপাতাল আরও এক ধাপ এগিয়ে গেল। চট্টগ্রামে শিশুদের উন্নতমানের চিকিৎসার জন্য এ ধরনের আধুনিক অপারেশন থিয়েটার অত্যন্ত প্রয়োজন ছিল। আমি আশা করি, এখানকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে শিশুদের সেবা প্রদান করবেন। এছাড়া, আমি টিকা প্রদানকারী ও স্বেচ্ছাসেবীদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন খুব যত্ন সহকারে তাদের দায়িত্ব পালন করেন। একটি টিকা শুধুমাত্র একটি শিশুকে রক্ষা করে না, বরং এটি একটি পরিবার ও একটি সমাজকে নিরাপদ রাখে। তাই এই কার্যক্রমের সফল বাস্তবায়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”ads din

সর্বশেষ

এই বিভাগের আরও