বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার  (১৮ মার্চ) বিকালে  কেন্দ্রের কনফারেন্স হলে কম্পিউটার সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে ও কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম ও ইআরসির এক্সিকিউটিভস ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আবু জাফর।

সনদ বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম জানান, প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আইইবি, চট্টগ্রাম কেন্দ্র বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ, অটোক্যাড, টু-ডি, থ্রি-ডি, ইটাবস, এমএস প্রজেক্ট, পিএলসিসহ অন্যান্য প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে। এসকল প্রশিক্ষণের মাধ্যমে প্রকৌশলীসহ অন্যান্য পেশাজীবীগণ অত্যন্ত স্বল্প ফিতে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। তিনি কর্মস্থলে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।bsrm

অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীগণের মধ্যে সনদ বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে কাউন্সিল সদস্য প্রকৌশলী মোহাম্মাদ তাজুল ইসলাম, প্রকৌশলী মোঃ মোস্তফা ইকবাল, প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, প্রকৌশলী মেজবাউল আলম, প্রকৌশলী মোঃ মেজবাহ উদ্দিন খালেদ, প্রকৌশলী মোঃ সাইফুর রহমান, প্রকৌশলী নজরুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মাদ রাশেদ আলম, প্রকৌশলী এইচ এম রফিকুন নবী, প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন, প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম, প্রকৌশলী মো. অহিদুল ইসলাম, প্রকৌশলী মো. ইমরান আলী ও সম্মানী সহকারী প্রকৌশলী মো.কামরুজ্জামান, প্রকৌশলী মো. বখতিয়ার হোসেন উপস্থিত ছিলেন। পরে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও