”অপসংস্কৃতি যুগে দেশীয় সংস্কৃতির চর্চায়” এ শ্লোগানকে সামনে নিয়ে এগিয়ে যাওয়া স্বদেশ আবৃত্তি সংগঠনের আয়োজনে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ‘গৌরবময় বিজয়’ শিরোনামে কথামালা ও আবৃত্তি অনুষ্ঠান হালিশহর কে ব্লক প্রেরণা অটিজম স্কুলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সেলিম ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধানঅতিথি ছিলেন মানবাধিকার সংগঠন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আব্দুল আজিজ|
বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলাম,মানবাধিকার কর্মী সমাজসেবক মো জামাল উদ্দিন, প্রেরণা অটিজম স্কুলের অধ্যক্ষ মীর মিসকাতুন নুর সেফু, ডেলফোনিয়াম ন্যাশনাল ইংলিশ স্কুলের পরিচালক দেলোয়ারা খাতুন শিলা, লিটল বিস ইংলিশ স্কুলের অধ্যক্ষ জারিন তাসমিন, স্বদেশ বিচিত্রা পত্রিকার ব্যুরো চিফ হিরা হান্নান, সমাজসেবী ও উন্নয়ন কর্মী সৈয়দা সাহেদা ফাতেমা লিপি, ইজি আর্ট স্কুলের পরিচালক ইমন বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি নাসির আহমেদ। আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের মধ্যে আবৃত্তি করেন উদিরন আবৃত্তির নীড়ের দলপ্রধান মাহফুজা হক স্নিগ্ধা। স্বদেশ আবৃত্তি সংগঠনের শিল্লীদের মধ্যে আবৃত্তি করেন সারা, নিয়নতা, জেবা, রোজা, আলমুহিদ, আসফা, নায়রা, আফিফা, রায়ান, নাজিফ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ সভাপতি মৌসুমী সুলতানা পান্না।
