রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫

ডিবির মুহাম্মদ শরীফ কর্ণফুলী থানার নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মুহাম্মদ শরীফকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে নতুন ওসি মুহাম্মদ শরীফ সিএমপির মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের পুলিশ পরিদর্শকের দায়িত্ব পালন করেছন। এর আগে চট্টগ্রাম সিআইডিতে ছিলেন। তাঁর নিজ বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট।bsrm

কর্ণফুলী থানার বর্তমান ওসি মোহাম্মদ মনির হোসেন কে গত ১৩ নভেম্বর যোগদানের মাত্র দুই মাসের মাথায় রংপুর রেঞ্জে বদলি করা হয়। তবে নতুন কাউকে দায়িত্ব না দেয়ায় তিনিই এখন পর্যন্ত বহাল ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও