পুঁজিবাজারে তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত অর্থবছরে কোম্পানির ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কোম্পানির চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিনা রহমান, স্বাধীন পরিচালক অধ্যাপক সরওয়ার জাহান, প্রতিনিধি পরিচালক কামরুল হাসান, নিরীক্ষক প্রতিনিধি, ইনডিপেন্ডেন্ট স্ক্রটিনাইজারসহ কোম্পানির সিইও দেবাশীষ দাশ পাল, সিএফও বিপ্লব কান্তি বণিক ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াছ উপস্থিত ছিলেন। এছাড়া উল্লেখ্যযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশ নেন।
সভায় বিগত অর্থবছরে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক হিসেবে মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় কোম্পানির আর্থিক বিবরণী, স্বাধীন পরিচালক, পরিচালক এবং পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।
