চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন তরুণ দুই মোটর সাইকেল আরোহী। বৃহস্পতিবার (৫ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬ টায় উপজেলার ছোটকুমিরার মগপুকুর এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়,দুই মোটরসাইকেল আরোহী তাদের কয়েকজন বন্ধুসহ সকালে ফেনী থেকে চট্টগ্রামে বেড়াতে যান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ছোট কুমিরা ঢাকামুখী মোটরসাইকেলটি মহাসড়কের জিপিএইচ কারখানা এলাকা অতিক্রম করার সময় পেছন দিক থেকে আসা কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থল থেকে ৩০-৪০ ফুট দূরে ছিটকে পড়ে।এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন মো. শাহজালাল (১৮) ও মো. ইউনুস (১৮)। তাঁরা দুজনই ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
খবর পেয়ে,কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন।মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মমিন।