চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল রবিবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহানের নেতৃত্বে নগরীতে পৃথক-পৃথক অভিযান পরিচালিত হয়।
চসিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা পরিচালিত অভিযানে নগরীর পাঠানটুলীস্থ চৌমুহনী মোড় এলাকায় রাস্তা ও ফুটপাতে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় প্রায় ৫০ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া দোকানের সামনের অংশ বর্ধিত করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি করার দায়ে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
স্পেশালে ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অভিযানে খুলশী থানাধীন নাসিরাবাদ প্রপার্টিজ আবাসিক এলাকার বিভিন্ন বাড়ির আঙিনা ও ছাদবাগান পরিদর্শন করা হয়। এই সময় একটি নির্মাণাধীন ভবনে জমাটবদ্ধ পানিতে এডিস মশার লার্ভার উৎস পাওয়ায় ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান পরিচালিত অভিযানে কল্পলোক আবাসিক এলাকায় বিভিন্ন বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২০ হাজার টাকা জরিমানা করা হয়।