সরকারি আইনজীবী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন অ্যাডভোকেট ইমতিয়াজ আহম্মদ জিয়া। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ লাভ করেছেন। অ্যাডভোকেট জিয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল গ্রামে। তাঁর বাবা সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ,বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক মরহুম তফজ্জল আহম্মদ ।
অ্যাডভোকেট জিয়া ২০০৭ সালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এলএলবি ও ২০০৯ সালে নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমএলএম ডিগ্রি অর্জন করেন।২০১০ সালে ১৫ ডিসেম্বর তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। তিনি ২০১৩ সালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ,ইউএসএআইডি ও ইউকিএআইডি আয়োজিত “ডেভেলপিং ইয়ুথ লিডারশিপ” শীর্ষক ছয় মাসের একটি ফেলোশিপ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছেন। এছাড়া তিনি একই বছরের ২০ জুন,আইএফইএস,ইউএন ও এইসি আয়োজিত The Gender and Election Module এর ওপর দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেন।
অ্যাডভোকেট ইমতিয়াজ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আইনবিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক (২০১৮-২১) ছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত।
সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম (এসজেএফ) এর সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহম্মদ জুয়েলের ছোটভাই অ্যাডভোকেট ইমতিয়াজ আহম্মদ জিয়া চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ( এপিপি) হিসেবে দায়িত্ব পাওয়ায় এসজেএফ এর সভাপতি আজিজ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর পেশাগত ক্ষেত্রে উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেছেন