শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

কেইনের রেকর্ডের ঘোড়া ছুটছেই, গোলের ধারায় এমবাপ্পেও

বুন্দেসলিগায় হ্যারি কেইনের গোলের ধারা যেন থামছেই না। ইংল্যান্ড অধিনায়ক শুধু গোলই করছেন না, ভাঙছেন একের পর এক রেকর্ডও। সর্বশেষ কোলনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের জয়ে একমাত্র গোলটিও করেছেন কেইন। আর এই গোলে দলকে শীর্ষে তোলার সঙ্গে নতুন আরেকটি রেকর্ডও গড়েছেন কেইন।bsrm

এর আগে লিগের সর্বশেষ ম্যাচে হেইডেনহেইমের বিপক্ষে জোড়া গোল করেছিলেন কেইন। সেই দুই গোলের পর ১১ লিগ ম্যাচে তাঁর গোলসংখ্যা হয় ১৭, যা কিনা ১১ ম্যাচ শেষে বুন্দেসলিগার ইতিহাসে সর্বোচ্চ গোল ছিল। ২০১৯ সালে ১১ ম্যাচে ১৬ গোল করেছিলেন বায়ার্ন মিউনিখের সাবেক স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। সেদিন লেভার সেই রেকর্ডকে ছাড়িয়ে যান সাবেক টটেনহাম তারকা।

দারুণ ছন্দে ছুটছেন হ্যারি কেইন

বুন্দেসলিগায় হ্যারি কেইনের গোলের ধারা যেন থামছেই না। ইংল্যান্ড অধিনায়ক শুধু গোলই করছেন না, ভাঙছেন একের পর এক রেকর্ডও। সর্বশেষ কোলনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের জয়ে একমাত্র গোলটিও করেছেন কেইন। আর এই গোলে দলকে শীর্ষে তোলার সঙ্গে নতুন আরেকটি রেকর্ডও গড়েছেন কেইন।

এর আগে লিগের সর্বশেষ ম্যাচে হেইডেনহেইমের বিপক্ষে জোড়া গোল করেছিলেন কেইন। সেই দুই গোলের পর ১১ লিগ ম্যাচে তাঁর গোলসংখ্যা হয় ১৭, যা কিনা ১১ ম্যাচ শেষে বুন্দেসলিগার ইতিহাসে সর্বোচ্চ গোল ছিল। ২০১৯ সালে ১১ ম্যাচে ১৬ গোল করেছিলেন বায়ার্ন মিউনিখের সাবেক স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। সেদিন লেভার সেই রেকর্ডকে ছাড়িয়ে যান সাবেক টটেনহাম তারকা।সে ম্যাচের পর কাল রাতে কোলনের বিপক্ষে করা গোলটি ছিল ১২ ম্যাচে কেইনের ১৮তম। ম্যাচের ২০ মিনিটের সময় গোললাইন থেকে কোলনের এক ডিফেন্ডার এরিক ম্যাক্সিম চুপো–মোটিংয়ের শট ফিরিয়ে দেওয়ার পর কাছাকাছি জায়গা থেকে গোল করেন কেইন। এ গোলে নতুন আরেকটি রেকর্ড গড়েছেন ইংলিশ স্ট্রাইকার।বুন্দেসলিগায় এক মৌসুমে ১৮ গোল করা প্রথম ইংলিশ খেলোয়াড়ও এখন কেইন। এর আগে ১৭ গোল করে যৌথভাবে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে শীর্ষে ছিলেন জাদন সানচো (বরুসিয়া ডর্টমুন্ড, ২০১৯–২০) ও কেভিন কেগান (হামবুর্গ, ১৯৭৮–৭৯)। এই দুজনকে ছাড়িয়ে এখন এককভাবে শীর্ষে উঠলেন কেইন। এ তালিকার তিনে আছেন টনি উডকক (কোলন ১৯৮১–৮২)।ads din

রেকর্ড গড়া গোলে দলকে জিতিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন কেইন। দলের জয়ে উচ্ছ্বসিত কেইন লিখেছেন, ‘প্রতিপক্ষের মাঠে দারুণ একটি জয়। ম্যাচজুড়েই আমাদের আধিপত্য ছিল। এটা ধরে রাখতে হবে।’

কেইনের রেকর্ড গড়া গোলে পাওয়া জয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে বায়ার্ন। ১২ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে দলটির পয়েন্ট এখন ৩২। এক ম্যাচ কম খেলে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার লেভারকুসেন। তবে আজ রাতের ম্যাচে ভের্ডার ব্রেমেনকে হারাতে পারলে আবার শীর্ষে উঠে আসবে জাবি আলোনসোর লেভারকুসেন।

সর্বশেষ

ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত

এই বিভাগের আরও