বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

টি টোয়েন্টি সিরিজে শনিবার সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক *

bsrm

টি টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে আগামীকাল শনিবার মাঠে নামছে বাংলাদেশ। গোয়ালিয়র, দিল্লির ব্যর্থতা হায়দরাবাদে কাটাতে চায় টিম টাইগার্স। জয় দিয়ে বিদায় জানাতে চায় মাহমুদউল্লাহকে। সে লক্ষ্যে একাদশেও আসতে পারে একাধিক পরিবর্তন। ফিরতে পারেন ওপেনার তানজিদ তামিম ও অলরাউন্ডার শেখ মেহেদি। রাজীব গান্ধী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।

চেন্নাই, কানপুর, গোয়ালিয়র, দিল্লির পর এবার হায়দরাবাদ। দীর্ঘ ভারত সফরে একটা জয়ের শেষ সুযোগ টিম বাংলাদেশের। টেস্টে যেমন তেমন, টি টোয়েন্টি সিরিজে বেশি প্রশ্নবিদ্ধ টাইগারদের অ্যাপ্রোচ। ভারতের তরুণ দলের কাছে প্রথম দুই ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হাথুরুসিংহ শীষ্যরা। স্বাগতিকদের পাওয়ার হিটিং চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, শান্ত, মিরাজদের দুর্বলতা। ফিল্ডিং কোচ নিক পোথাস দিলেন তার অদ্ভুত ব্যাখ্যা।

বাংলাদেশের ফিল্ডিং কোচ নিক পোথাস বলেন, একজন যদি ৯৫-১০০ কেজি ওজনের হয়, আরেকজন যদি হয় ৬৫ কেজির তাহলে সে তো বেশি দূর বল পাঠাবেই। অবশ্য এখানে টাইমিং, টেকনিক সব আছে। আমরা প্রতিনিয়ত কাজও করে যাচ্ছি।ads din

ক্রিকেটাররা অতীত ঘাটতে না চাইলেও পেছনের সাফল্যকে পুঁজি করে এগিয়ে যেতে চান পোথাস। গণমাধ্যম আর বাংলাদেশের সমর্থকদের স্মৃতিশক্তি কম বলে কটাক্ষও করেছেন টাইগারদের ফিল্ডিং গুরু।

কোচ নিক পোথাস আরও বলেন, আমার মনে হয় আপনাদের স্মৃতি শক্তি বেশ কম। কয়েকদিন আগেই আমরা পাকিস্তানকে ওদের মাটিতে হারিয়েছি। বিশ্বকাপে সুপার এইটে খেলেছি যা আগে কখনো হয়নি। এমনকি নিউজিল্যান্ড সফরে গিয়েও আমরা জিতেছি। গেল ১২ মাসে আমাদের অনেক উন্নতি হয়েছে।

বরাবরের মতো এই সিরিজকেও শিক্ষাসফর হিসেবে বিবেচনা করছেন নিক পোথাস। তার মতে, বিশ্বসেরা দলের বিপক্ষে খেলে ক্রিকেটাররা তাদের অবস্থান বুঝতে পারবেন। দাবি করেন, সঠিক পথেই আছে হাথুরুর এই দল।

বাংলাদেশের ফিল্ডিং কোচ আরও বলেন, ভারতে অনেক দলই এসে বাজে সময় কাটায়। আমাদের যেদিকে নজর দিতে হবে তা হচ্ছে শিখতে পারছি কিনা। সামনে চ্যাম্পিয়নস ট্রফি আছে অনেক টি-টোয়েন্টিও খেলতে হবে। আমরা সব সময় জিততে চাই তবে বাস্তবতাও মানতে হবে। আমরা কিছুটা ভাগ্যবান যে ভারত সফরে আসতে পেরেছি।

শেষ ম্যাচের বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন নিশ্চিত। ওপেনিংয়ে লিটনের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম। ফিরতে পারেন শেখ মেহেদিও। শনিবার সকালে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ম্যাচে কোন প্রভাব পড়বে না।

সর্বশেষ

এই বিভাগের আরও