বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

নতুন ঠিকানায় সোশ্যাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখার কার্যক্রম উদ্বোধন

নতুন ঠিকানায় সোশ্যাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখার কার্যক্রম উদ্বোধন করছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম

সোশ্যাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখা বর্ধিত পরিসরে এখন নতুন ঠিকানায় (প্রমিজ টাওয়ার, রোড-১, ব্লক-ক, সেকশন-৬, মিরপুর)। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও মোহাম্মদ হাবীবুর রহমান। এছাড়াও ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীন, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মো. তৌহিদ হোসেন, ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. শাহরিয়ার খান, মিরপুর শাখার ব্যবস্থাপক মো. মোজাম্মেল হকসহ সম্মানিত গ্রাহকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শাখার কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।bsrm

সর্বশেষ

এই বিভাগের আরও