আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন না বলে জানিয়ে দিলেন বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম।
শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কাট্টলীস্থ নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এমপি দিদার বৃহস্পতিবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবর শাহ ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন ।
দিদারুল আলম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দুইবার মনোনয়ন দিয়েছেন।
এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ। এবার প্রধানমন্ত্রী যাকে নৌকা দিয়েছেন তার পক্ষে আমি কাজ করবো। আমাদের দলের প্রার্থী জয়লাভ করলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে।
এবার এ আসনে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন ।