মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

সীতাকুণ্ডে বিপুল ভোটে বিজয়ী হলেন রাজু

সীতাকুণ্ড প্রতিনিধি *

bsrm

প্রথম দফায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন আনারস প্রতীকের মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী (রাজু)।

বুধবার (৮ মে) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন সমন্বয়কারি কে এম রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় কোনো সমস্যার সৃষ্টি হয়নি।ads din

উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জসিম উদ্দিন জানান, ৯২টি কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আরিফুল আলম রাজু আনারস প্রতীক নিয়ে ৫৯ হাজার ৭৯৫  ভোট বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিউদ্দিন আহমেদ মঞ্জু দোয়াত-কলম প্রতীক ১১ হাজার ১৮৬ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে গোলাম মহিউদ্দিন উড়োজাহাজ প্রতীকে ৫৮ হাজার ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জালাল আহমেদ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ২৩০ ভোট ।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে শাহিনুর আক্তার পদ্নফুল ৫৪ হাজার ৭৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীমা আক্তার হাঁস প্রতীক পেয়েছেন ৮ হাজার ৮০৯ ভোট, দ্বিতীয় নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামিদা আক্তার ফুটবল প্রতীক  নিয়ে পেয়েছেন ৫ হাজার ৬৩৭ ভোট ভোট ।

সর্বশেষ

এই বিভাগের আরও