শনিবার, ২২ মার্চ ২০২৫

টিনের চালে বজ্রপাত দীঘিনালায়, ঘরসহ পুড়ে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক *

bsrm

খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে একটি টিনের ঘরে আগুন লেগে মা ও তার ছেলের মৃত্যু হয়েছে। রবিবার ভোর ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে।।

দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে লাশ উদ্ধার করে। মৃতরা হলেন- হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)।

এসময় সঙ্গে থাকা আরেক সন্তান হাফিজ (১১) সকালে প্রকৃতির ডাকে বাইরে গেলে প্রাণে বেঁচে যায় সে। নিহতের স্বামী মো. ছাদেক মিয়া পরিবহন সংস্থা শান্তি গাড়ির হেলপার। সে গাড়িতে কর্মরত থাকায় বাড়ির বাহিরে থাকায় তিনিও প্রাণে বেঁচে যান।ads din

স্থানীয়রা জানান, রবিবার ভোর পৌনে পাঁচটার দিকে আকাশে গর্জনসহ বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এসময় একটি বজ্রপাত ছাদেক মিয়ার বসতঘরে পড়ে। বসতঘরে থাকা হাসিনা বেগম ও ছেলে আবু হানিফ বজ্রপাতে পুড়ে কঙ্কাল হয়ে যায়। এসময় সঙ্গে থাকা আরেক ছেলে মো. হাফিজ প্রাণে বেচে যায়। খবর পেয়ে বাড়ির মালিক ছাদেক মিয়া পানছড়ি থেকে বাড়ি ফেরেন। এঘটনায়  পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

ঘটনার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের  ফায়ার ফাইটার মো. নাজমুল ইসলাম জানান, সাড়ে ৫টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। ঘরের ওপর বজ্র পড়ায় মুহূর্তেই সব শেষ।

নিহতের ভাসুর আবদুর রহিম জানান, ভোর ৫টার দিকে আমরা বাড়ি থেকে একটু দূরে ধান মাড়াইয়ের কাজ করছিলাম। হঠাৎ করে ছাদেক মিয়ার বসতঘরে বজ্রপাত পড়ে। এসময় পুরো ঘরে আগুন লেগে যায়।

মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, বজ্রপাতে টিনের ঘরটি পুড়ে নিহতদের লাশ অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের গাড়িচালক স্বামী ছাদেক আলী বাড়িতে ছিলেন না।

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডেকেল অফিসার জানান, বজ্রপাতে নিহত পরিবারের বেঁচে যাওয়া ছেলে হাফিজুর রহমানকে (১১) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্যদের লাশ দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ওসি মো. নুরুল হক জানিয়েছেন, বজ্রপাতে মা ও ছেলে দুজনই একদম পুড়ে গেছেন, লাশ চেনার উপায়ও নেই। তিনি জানান, লাশগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া  হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও