বুধবার, ১৯ মার্চ ২০২৫

প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও  জীনবমান নিয়ে ইপসা’র মতবিনিময়সভা

নিজস্ব প্রতিবেদক *

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম

বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন, অভিযোজন ও নগর উন্নয়ন বিষয়ক এক মতবিনিময়সভার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা। আজ বৃহস্পতিবার(২৫এপ্রিল) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।bsrm

ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানের সভাপতিত্বে গবেষণা কর্মকর্তা মোরশেদ হোসেন মোল্লার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইকবাল সারোয়ার ও চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ইপসার পরিচালক নাসিম বানু শ্যামলী ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিচালক মো. শাহজাহান।ads din

প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রধান নির্বাহ কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে বাস্তুচ্যুত মানুষের জীবন ও জীবিকা নিয়ে গবেষণা করে তাদের উপকারে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও