বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

হরিণ শিকার চলছে সীতাকুণ্ডেঃ এক মাসের ব্যবধানে আরো একটি হরিণ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি *

bsrm

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মাসের ব্যবধানে আরো একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ১নম্বর সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম বাকখালী মধ্যেরধারী এলাকার উপকূলীয় বনে শিকারীদের ফাঁদে আটকা পড়া থেকে ছুঁটে লোকালয়ে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করে বাকখালী বিট অফিস। উদ্ধারকৃত হরিণকে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়,শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপকূলীয় কেওড়া বন থেকে একটি চিত্রা হরিণ লোকালয়ে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন বাকখালী বিট অফিসকে সংবাদ দেন। তাৎক্ষণিক সংবাদ পেয়ে বাকখালী বিট অফিসে কর্মরত বন বিভাগের লোকজন হরিণটিকে উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে যায়। হরিণটির ওজন প্রায় ১৫ কেজি বলে ধারণা করা হয়। মূলত কেওড়া ফল খেতে আসলে শিকারীদের পাতানো ফাঁদে আটকে যায় হরিণটি। ফাঁদ থেকে ছুঁটে লোকালয়ে চলে আসলে কতগুলো কুকুর হরিণটি কে আক্রমণ করে। স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন বলেন, সকালে একটি হরিণকে লোকালয়ে কতগুলো কুকুর আক্রমণ করেছে, আমি কুকুরগুলো কে ধাওয়া দিয়ে হরিণটি কে উদ্ধার করে বাকখালী বিট অফিসকে খবর দি।ads din

এবিষয়ে বাকখালী বিটে কর্মরত জুয়েল বলেন, মুঠোফোনের মাধ্যমে সংবাদ পেয়ে লোকালয় থেকে একটি হরিণ আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু বলেন, বন বিভাগের লোকজন আহত অবস্থান একটি হরিণ নিয়ে আসেন। আমরা তার সুচিকিৎসা দিয়েছি।উল্লেখ্য যে, গত ৪ মার্চ সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকার উপকূলীয় বনে শিকারীদের ফাঁদে আটকা পড়া অবস্থায় দুইটি চিত্রা হরিণ উদ্ধার করে বগাচতর বিট অফিস। উদ্ধারকৃত হরিণদ্বয়ের মধ্যে একটি হরিণ ঘটনাস্থলে মারা যায়।

সর্বশেষ

এই বিভাগের আরও