শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য আটক চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক *

bsrm

চট্টগ্রামে ছয়টি কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৩৩ জনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৭ মার্চ) রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার জানান, আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও ছিনতাইয়ে জড়িত ছিল বলে তথ্য পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।ads din

নগরীর ৪১টি ওয়ার্ডের ৩০০ স্পটে কিশোররা বড় ভাইদের মাধ্যমে গ্যাংয়ে অন্তর্ভুক্ত হচ্ছে।

তারা মাদক ব্যবসা, ইয়াবা সেবন, মোটরসাইকেল ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে। সামান্য বিষয় নিয়ে খুনোখুনিতে লিপ্ত হচ্ছে।

সিএমপি’র এক জরিপে উল্লেখ করা হয়, নগরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি গড়ে ৪৬ শতাংশ। অনুপস্থিত থাকা ৫৪ শতাংশ শিক্ষার্থীর মধ্যে অনেকে ক্লাস ফাঁকি দিয়ে এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ে যুক্ত হচ্ছে। নগরে ২০০ কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। একেকটি দলে রয়েছে ৫ থেকে ১৫ জন। নগরজুড়ে এসব গ্যাংয়ের সদস্য সংখ্যা ১৪০০ জনেরও বেশি।

সর্বশেষ

এই বিভাগের আরও