নিজস্ব প্রতিবেদক *
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের আলোচিত কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠানো হলো । অভ্যন্তরীণ বিরোধের জেরে এক যুবলীগ কর্মীকে অপহরণ করে নিজ ওয়ার্ড কার্যালয়ে আটকে রেখে বেধড়ক পেটানোর ঘটনায় কারাগারে যেতে হলো কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে।
গত ৩ মার্চ পাঁচলাইশ থানায় মামলার প্রেক্ষিতে আজ মঙ্গলবার মঙ্গলবার (১৯ মার্চ) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন কাউন্সিলর নুর মোস্তফা টিনু৷ এসময় তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৩ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বন্ধু অভিজিৎ সেনের মালিকানাধীন একুশে ড্রাগ হাউজ নামে একটি ফার্মেসিতে বসা ছিলেন মেহেদী হাসান রাকিব। রাত ৮টায় কাউন্সিলর অভিজিতের মোবাইলে কল করে মেহেদি হাসান রাকিবের সঙ্গে কথা বলেন টিনু। এসময় তাকে সিটি করপোরেশনের গাড়ি দিয়ে তুলে নেয়ার এবং মামলা দিয়ে লকাপে ঢুকিয়ে দেয়ার হুমকি দেন টিনু।
কথোপকথনের কয়েক মিনিটের মধ্যে রাত সাড়ে ৮টায় ১০-১৫ জন যুবক ফার্মেসির সামনে আসেন। তারা রাকিবকে তুলে কাপাসগোলা এলাকায় চকবাজার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নিয়ে যান। সেখানে কাউন্সিলর টিনু তাকে মারধর করেন এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন।
এ ঘটনায় পরদিন রাতেই মেহেদি হাসান রাকিব বাদি হয়ে কাউন্সিলর নুর মোস্তফা টিনুসহ ৬ জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।