চট্টগ্রামের সীতাকুণ্ডের গণমানুষের নেতা, সাবেক প্যানেল স্পিকার, বাণিজ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি এ বি এম আবুল কাসেম মাস্টারের জেষ্ঠ্য পুত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন নৌকার মনোনয়ন পাওয়ায় নির্বাচনী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনন্দ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মী ও তৃণমূলের সাধারণ মানুষ।
সোমবার (২৭ নভেম্বর) হাজারো নেতা-কর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতিতে পুরো সীতাকুণ্ড উৎসবমুখর পরিবেশ বিরাজ করে ।
এস এম আল মামুন নৌকা প্রতীক পাওয়ার খবরে সীতাকুণ্ডে তৃণমূল আওয়ামী লীগ ও অংগসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঢোল বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানে উৎসবের আমেজে মেতে উঠে। উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে শতশত নেতা-কর্মী সীতাকুণ্ডের উত্তর সীমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগারহাট বাজারে দুপুর ২ টা থেকে জমায়েত হতে থাকে। সীতাকুণ্ডের ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ টি ওয়ার্ড নিয়ে গঠিত সীতাকুণ্ড এই আসনের প্রতিটি এলাকা থেকে মোটর সাইকেল, ট্রাক- পিকআপ, ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রিয় নেতাকে বরণ করতে সেখানে ভিড় করেন। এছাড়াও বারৈয়াঢালা, সীতাকুণ্ড বাজার, বাড়বকুণ্ড বাজার, বাঁশবাড়ীয়া বাজার, কুমিরা, জোড়ামতল, ভাটিয়ারী, সলিমপুর হয়ে অলংকার মোড়সহ অন্তত ১০টি স্থানে বক্তৃতা করেন এস এম আল মামুন। এই সব স্থানেও স্থানীয় হাজারো সাধারণ মানুষ মামুনকে বরণ করতে রাস্তার ধারে অপেক্ষা করে প্রিয় নেতাকে স্বাগত জানান।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আল মামুন বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দেন। আমার পিতা নিঃস্বার্থভাবে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের জন্য কাজ করেছেন, কোনো অন্যায়ের কাছে মাথানত করেনি; আমিও কোনোদিন অন্যায়ের কাছে মাথানত করবোনা। জনগণ যেভাবে আমার পিতাকে ভালোবেসে বার বার নির্বাচিত করেছে, আমার বাবার অসম্পন্ন কাজ সমাপ্ত করতে এবং স্মার্ট সীতাকুণ্ড গড়ার প্রত্যয়ে আমাকেও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ।
এই সময় এস এম আল মামুন এর সাথে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, ১ নম্বর সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, ২নম্বর বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দীন রেহান, ৫ নম্বর বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি, ৭নম্বর কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, ৮নম্বর সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, ১০নম্বর সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ, এপিপি এডভোকেট ভবতোষ নাথ, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহম্মদ শাহজাহান, পৌরসভার কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট ফজলে করিম নিউটন, ভাটিয়ারি ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা সাব্বির আহমেদ, যুবলীগ নেতা বদিউল আলম জসিম, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ প্রমুখ নেতুবৃন্দ।