বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

ভাটিয়ারিতে প্রধানশিক্ষককে অবরুদ্ধ করে পদত্যাগ পত্রে সই করানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি স্কুলের প্রধানশিক্ষককে অবরুদ্ধ করে পদত্যাগ পত্রে সই করানোর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬এপ্রিল) উপজেলার ভাটিয়ারি তোবারাক আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা হয়।

জানা গেছে, দুপুরে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে প্রধানশিক্ষক কান্তি লাল আচার্য্যকে অবরুদ্ধ করে একদল মানুষ। পরে জোর করে তার কাছ থেকে একটি পদত্যাগ পত্রে সই নেয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।bsrm

স্থানীয়রা জানান, গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে স্কুলটির ম্যানেজিং কমিটি সদস্যরা পলাতক। স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে স্থানীয় প্রভাবশালীদের মধ্যেও বিরোধ চলছে।

গত ১৩ এপ্রিল চট্টগ্রাম শিক্ষাবোর্ড নতুন ম্যানেজিং কমিটি ঘোষণা করে। এতে মহি উদ্দিন নামে স্থানীয় একজনকে সভাপতি করা হয়। এরপর থেকে অন্য একটি পক্ষ স্কুলের প্রধানশিক্ষক ও ম্যানেজিং কমিটির পদত্যাগ চেয়ে বিক্ষোভ করে আসছিল। বুধবার প্রধানশিক্ষক স্কুলে আসলে তাঁকে জোর করে পদত্যাগ পত্রে সাক্ষর নেয়া হয়।

সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত।ads din

ইউএনও বলেন, ‘তবে জোর করে পদত্যাগ পত্রে সাক্ষর নেয়া হলেও সেটি কার্যকর করার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ ও আইন অনুসরণ করেই ব্যবস্থা নেয়া হবে। এভাবে পদত্যাগ গ্রহণযোগ্য হবে না।’

আন্দোলনকারীর পক্ষে ভাটিয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ভাবে দুর্নীতির অভিযোগ আছে। বিষয়টি শিক্ষা অফিস, জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। সম্প্রতি স্থানীয় ও স্কুলের সাবেক শিক্ষার্থীরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। প্রধান শিক্ষকের সঙ্গে স্কুলের আরও দুই শিক্ষকের সম্পৃক্ততা আছে।’

সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়ন হাজী তোবারক আলী চৌধুরী স্কুলটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও