বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে শোকসভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ওয়াসা ভবনে গেল  মঙ্গলবার জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল (রেজিঃ নং-২৩০৭) আয়োজিত এক শোকসভা ও ইফতার মাহফিলে প্রয়াত বিএনপি ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রামের গণমানুষের নেতা আব্দুল্লাহ আল নোমানকে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন ওয়াসা শ্রমিক দলের সভাপতি মো. মামুনুর রশীদ এবং সঞ্চালনা করেন কাজী মহিন উদ্দিন মানিক।bsrm

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, “বিএনপি ও সহযোগী সংগঠনগুলোতে অনুপ্রবেশের কোনো সুযোগ নেই। প্রয়াত নেতা নোমান ভাই ছিলেন নেতা ও কর্মী গড়ার কারিগর এবং জাতীয়তাবাদী চেতনার প্রাণপুরুষ। তিনি আজীবন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত ছিলেন। তাঁর অবদান চট্টগ্রামের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “আবদুল্লাহ আল নোমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন তৃণমূলের কর্মীদের অভিভাবক। তিনি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সবসময় সোচ্চার ছিলেন। বিএনপির প্রতিটি কর্মীকে তাঁর আদর্শ ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিতে হবে। বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং প্রয়াত নোমান ভাইয়ের স্বপ্ন বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। যারা দলের আদর্শকে ধারণ করবে না, তাদের বিএনপিতে থাকার অধিকার নেই। অনুপ্রবেশকারীরা কখনোই দলের মঙ্গল বয়ে আনতে পারে না।”

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এ. এম. নাজিম উদ্দিন বলেন, “আবদুল্লাহ আল নোমানের চলে যাওয়া চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তিনি ছিলেন শ্রমজীবী মানুষের আপনজন।”ads din

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নূরুল্লা বাহার, সহসভাপতি শাহ নেওয়াজ চৌধুরী মিনু, মহানগর শ্রমিক দলের সভাপতি তাহের আহম্মেদ, আব্দুল বাতেন, আনোয়ারুল আজিম সবুজ, সফিক মজুমদার, আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী দলের প্রতিনিধি কামাল খান, তৌহিদুল ইসলাম, আবুল কালাম, বেলায়েত হোসেন, আবু জাফর, মো. মিয়া ও বোরহান উদ্দিন, ফরহাদ হোসেন প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও