বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ব্যতিক্রমী এক অভিজ্ঞতার মুখোমুখি নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক

সফল কিংবা পছন্দের ব্যক্তির নামে সন্তানের নাম রাখার প্রচলন বেশ পুরনো! পছন্দের চলচ্চিত্র তারকার নামেও অনেকে শখ করে নিজের সন্তানের নাম রাখতেন। তবে বর্তমানে এসে তেমন দৃষ্টান্ত খুব একটা চোখে পড়ে না!

ফিল্মস্টারের নামে কেউ যে এখনো আপন মানুষের নাম রাখেন, সেই ব্যতিক্রমী এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন নুসরাত ফারিয়া।bsrm

জানা গেছে, বর্তমানে ‘জ্বীন ৩’ সিনেমার শুটিংয়ের জন্য মুন্সিগঞ্জ অবস্থান করছেন নুসরাত ফারিয়া। সেখানে নদীর ঘাটে শুটিং চলছে। আর শুটিংয়ের সময় এক কিশোরী ভক্তের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর। যে মূলত ফারিয়ার শুটিং দেখতেই নদীর ঘাটে আসে!

এ সময় ফারিয়া জানতে পারেন ওই কিশোরীর নামও নুসরাত ফারিয়া! তারপর ওই কিশোরীর সঙ্গে একটি ছবি তুলেন অভিনেত্রী। ‘ইন্ট্রুডিউসিং নুসরাত ফারিয়া’ ক্যাপশন দিয়ে সেই স্থিরচিত্র আপ্লুড করেন নিজের ফেসবুকেও।

আপ্লুত এই নায়িকা ক্যাপশনে আরো লিখেন,‘ছোট বেলায় শুনতাম নায়ক-নায়িকাদের নামে নাম রাখে। বড় বেলায় এসে প্রমাণ পেলাম। শুটিং করতে এসে নদীর ঘাটে দেখা।’ads din

চলতি মাসের শুরু থেকে মুন্সিগঞ্জে শুরু হয়েছে ‘জ্বীন ৩’ সিনেমার শুটিং। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও