রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আনোয়ারায় গরু চোর সন্দেহে নারীসহ আটক ৫জন

নিজস্ব প্রতিবেদক

সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঘোরাঘুরি করেন বিভিন্ন জায়গায় তাঁরা । আর সুযোগ পেলেই অটোরিকশায় তুলে নেন গরু-ছাগল। এভাবে অভিনব কৌশলে চুরির সন্দেহে চট্টগ্রামের আনোয়ারায় নারীসহ পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

মঙ্গলবার (২৮জানুয়ারি) সকালে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের কান্তির হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।bsrm

আটককৃতরা হলেন, পটিয়া উপজেলার মো. বাবুল (২৫), বোয়ালখালী উপজেলার মো. নেজাম (২৬), বাকলিয়া থানার মো. রাশেদ (২৫), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মোছাম্মৎ ইয়াছমিন (৫৫) ও ফাতেমা আক্তার (২২)।

স্থানীয় সূত্র জানায়, মাস খানেক ধরে আনোয়ারা উপজেলার বিভিন্ন জায়গা থেকে গরু চুরির অভিযোগ ওঠেছে। এ নিয়ে আনোয়ারায় আতংক ছড়িয়ে পড়ে খামারিদের মধ্যে। সর্বশেষ গত ২৬ জানুয়ারি রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ী থেকে আবদুর রহমান খানের গোয়াল ঘর থেকে তিনটি ষাঁড় নিয়ে যায় চোরেরা।

এদিকে, মঙ্গলবার সকালে উপজেলার বারশত ইউনিয়ন ও বৈরাগ ইউনিয়নের বিভিন্ন জায়গায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঘোরাঘুরির সময় কান্তির হাট এলাকা থেকে নারীসহ পাঁচজনকে আটক করে জনতা। পরে পুলিশ গিয়ে তাদের জিম্মায় নেয়।ads din

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গরু চোর সন্দেহে জনতার হাতে আটক পাঁচজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরু চুরির সম্পৃক্ততা পাওয়া গেছে। মামলার মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, সিএনজিচালিত অটোরিকশা করে ওরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন আর সুযোগ পেলে অভিনব কৌশলে ছোট আকারের গরু ও ছাগল সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে চলে যান।

সর্বশেষ

এই বিভাগের আরও