মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে রাউজানে ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীর আলম (৫৮) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে চট্টগ্রামের রাউজানে।

আজ শুক্রবার দুপুর ১টায় বাইক নিয়ে মসজিদে যাওয়ার পথে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আসাদ আলী মাতব্বর পাড়া সমাজ কল্যাণ সংঘের সামনে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে মুখোশধারী দুর্বৃত্তরা৷bsrm

এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী আব্বাস উদ্দিনও গুলিবিদ্ধ হন। নিহত জাহাঙ্গীর রাউজানের নিরামিশপাড়ার আবু ছৈয়দ মেম্বারের ছেলে। জাহাঙ্গীর চট্টগ্রাম নগরীর খাতুন গঞ্জের শুকটি ব্যবসায়ী ছিলেন।

গতকাল বৃহস্পতিবার মালেশিয়া থেকে তিনি দেশে ফিরেন বলে জানা গেছে। জানা গেছে, সন্তাসীরা তার বাইক লক্ষ্য করে গুলি করলে জাহাঙ্গীরসহ দুইজন গুলিবিদ্ধ হন। তাদের চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর নোয়াপাড়া মাকসুদ কমিইউনিটি সেন্টারের মালিক বলে জানা গেছে। রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। গুলিতে নিহতের ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় একজন নিহত, একজন আহত হয়েছেন। তবে ঘটার কারণ জানা যায়নি। রহস্য উন্মোচনের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে আলমত হিসেবে ১টি টুপি, ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও