বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
ফুটবল একাডেমী অলিম্পিক আয়োজিত রাত্রিকালীন টুর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে সিটি মেয়র

খেলাধুলা যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে পারে

নিজস্ব প্রতিবেদক

বাকলিয়া ফুটবল একাডেমী অলিম্পিকে’র উদ্যোগে গতকাল সন্ধ্যায় বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রাত্রিকালীন ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়।

সোহেল আরমান মো. ফোরকানের সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান উদ্দিন, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, মো. সাহেদুল আলম, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানা যুবদলের সাবেক আহবায়ক মো. সেলিম, মেয়রের একান্ত সচিব মারুফল হক মারুফ, মো. বাবর উদ্দিন ও মোহাম্মদ সাদ্দামুল হক প্রমুখ।bsrm

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত বলেন, “এই মাঠে আমরা ছোটবেলায় খেলেছি, সেই ছোটকালের অলিম্পিক বলা হয় এই টুর্নামেন্টকে। আজ ৪৮ বছর পর এসে মাঠটি দেখে খুবই খারাপ লাগছে। একসময় অনেক সুন্দর থাকা মাঠটি আজ খেলাধুলার অনুপযোগী। এটি পুনরুদ্ধারে পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন।” তিনি বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মাঠ ও তৎসংলগ্ন এলাকার উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে একটি বাজেট বরাদ্দের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি মাঠের বাউন্ডারি, স্কুল ভবন এবং নিকটবর্তী ব্রিজের অবনতির কথা উল্লেখ করেন এবং প্রতিশ্রুতি দেন যে, এসব অবকাঠামো সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। এ বিষয়ে অতিরিক্ত বাজেট বরাদ্দের জন্য  শিক্ষাউপদেষ্টা ও সচিব এর সাথে আলোচনা করবে।

ফুটবল একাডেমী অলিম্পিক আয়োজিত রাত্রিকালীন টুর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মেয়র ডা. শাহাদাত হেসেন

ডা. শাহাদাত বলেন, “খেলাধুলা আমাদের যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে পারে। এটি একটি শক্তি -যা আমাদের সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।” তিনি আরও বলেন, চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে খেলার মাঠের উন্নয়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। মেয়র প্রিমিয়ার ইউনিভার্সিটির সম্পত্তি পুনরুদ্ধারের প্রসঙ্গ টেনে বলেন, এটি সিটি কর্পোরেশনের অধিকারভুক্ত সম্পত্তি। এটা দখলদারদের থেকে মুক্ত করার প্রক্রিয়া চলছে।

তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের আয়োজন ক্রীড়ামোদীদের বিনোদনের মাত্রা বাড়াবে এবং নতুন প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করবে। অতীতের যে অভ্যাস ছিল, তা ফিরিয়ে এনে আমরা দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই স্কুল মাঠ পুনঃনির্মান করবো ইনশআল্লাহ।”ads din

 

সর্বশেষ

এই বিভাগের আরও