মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ফানুসের আলোয় ঝলমল করছে চট্টগ্রামের আকাশ

নিজস্ব প্রতিবেদক

মুহুর্মুহু আতশবাজির ঝলকানি  আর ফানুসের আলোয় ঝলমল করছে আকাশ। চট্টগ্রাম নগরের নন্দনকান বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে এভাবেই উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।

বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকেই পূজা, পঞ্চশীল, অষ্টশীল, ভিক্ষুসংঘের পিণ্ডদানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানে মুখর ছিল চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরগুলো। প্রবারণা পূর্ণিমা ঘিরে মন্দিরের চারপাশে বসেছে বিভিন্ন সামগ্রীর মেলা।bsrm

এদিন নগরের নন্দনকানন বৌদ্ধ মন্দির, কাতালগঞ্জ নবপতি বিহার, আগ্রাবাদ শাক্যমুনি বৌদ্ধ বিহার, দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, মোমিন রোডে সর্বজনীন বৌদ্ধ বিহারসহ বিভিন্ন মন্দিরে ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন। তাদের বিশ্বাস, এরমাধ্যমে ভিক্ষু ও গৃহীদের পাপ মোচন হয়।

কাঠি, কাগজ আর আঠার মেলবন্ধনে অসামান্য শৈল্পিক দক্ষতায় তৈরি হয় এক একটি ফানুস। তুলোর বল অথবা নুটি তৈরি করে তা ডুবিয়ে রাখা হয় স্পিরিটে। এরপর হাওয়া দিয়ে ফুলিয়ে নুটি বেঁধে তাতে আগুন ধরিয়ে উড়িয়ে দেয়া হয়।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও