জার্মানির অনূধ্ব-২১ দলে ১১ ম্যাচ খেলে করেছেন মাত্র ১ গোল। অথচ জাতীয় দলে অভিষেক ম্যাচেই গোল পেয়ে গেলেন জেমি লেওয়েলিং। বুন্দেসলিগার ক্লাব স্টুটগার্টের ২৩ বছর বয়সী তারকার গোলেই সোমবার রাতের ম্যাচে ব্যবধান তৈরি করে জার্মানি। স্বপ্ন পূরণ লেওয়েলিংয়েরও। নেদাল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় জার্মানরা।
সোমবার ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চার কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় জার্মানি। তারা হলেন- ইলকায় গুন্দোয়ান, টমাস মুলার, ম্যানুয়েল নুয়্যার ও টনি ক্রুস। প্রিয় তারকাদের বিদায় জানাতে এদিন অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ছিল শত শত দর্শকের উপস্থিতি।
সবারই জানা, আগেই জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন এই চার জার্মান কিংবদন্তি। কাল ছিল আনুষ্ঠানিক বিদায়ের অনুষ্ঠান।
এ রাতে জাতীয় সংগীত শুরুর আগেই মাঠে আসেন গুন্দোয়ান, নুয়্যার ও মুলার। তাদের সঙ্গে ছিলেন না জার্মান ফুটবলকে বিদায় জানানো আরেক ফুটবলার টনি ক্রুস। এ সময় মাঠে দাঁড়িয়ে দর্শকদের ছুঁড়ে দেওয়া ভালোবাসা কুড়িয়ে নেন গুন্দোয়ান, মুলার ও নুয়্যার। এরপর তিন ফুটবলারের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক।
