মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

আর জি করে ধর্ষণ-খুনের ঘটনায় ফের আমরণ অনশনে জুনিয়র চিকিৎসকেরা

বিশেষ প্রতিবেদন *

বেঁধে দেওয়া সময়ে দাবি পূরণ না হওয়ায় কলকাতার আর জি কর কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা আমরণ অনশন শুরু করেছেন। শনিবার (৫ অক্টোবর) রাত থেকে তারা এ অনশনে বসেছেন। এদিন, রাত ৮টার দিকে কলকাতা শহরের ধর্মতলায় এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।bsrm

আর জি করের ঘটনায় ১০ দফা দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। গত শুক্রবার (৪ অক্টোবর) তারা ঘোষণা দিয়েছিলেন, যদি নির্ধারিত সময়ে দাবি পূরণ না হয় তাহলে তারা আমরণ অনশনে যাবেন।

শনিবার রাজ্য সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী আমরণ অনশনে বসলেন জুনিয়র চিকিৎসকেরা। আপাতত ভাবে ৬ জন এই অনশনে বসেছেন।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও