নিজস্ব প্রতিবেদক *

চট্টগ্রাম রেলওয়ে পাবলিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুল মান্নান ইয়াকুবি আর নেই। সোমবার ( ২৩ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৯:৫০ মিনিটে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। কয়েকমাস থেকে তিনি হার্টের অসুস্থতা নিয়ে ভুগছিলেন।
ইংরেজির দক্ষ শিক্ষক আব্দুল মান্নান ইয়াকুবির বাড়ি সীতাকুণ্ড পৌরসভাধীন নুনাছড়ার এয়াকুব নগরে।
কবি ও সাহিত্যিক আবদুল মান্নান এক সময় সীতাকুণ্ড বালিকা উচ্চবিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।
গুণি শিক্ষক আব্দুল মান্নান এর মৃত্যুতে তার দীর্ঘদিনের কর্মস্থল চট্টগ্রাম রেলওয়ে পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাজা মঙ্গলবার সকাল দশটায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।