রবিবার, ১৫ জুন ২০২৫

আবু নাসের বখতিয়ার অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক *

সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।bsrm

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ার জন্য ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ২৫ আগস্ট অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন জায়েদ বখত। দফায় দফায় নিয়োগ পেয়ে তিনি প্রায় ১০ বছর অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও