বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সাবেক সংসদ সদস্য হাজী সেলিম মধ্যরাতে আটক

নিজস্ব প্রতিবেদক *

   হাজি মো. সেলিম

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজি মো.সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।bsrm

রবিবার দিবাগত মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মাদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাজী সেলিমের নামে একাধিক মামলায় রয়েছে। দীর্ঘদিন নজরদারিতে রাখার পর ডিএমপির একটি গোয়েন্দা দল তাঁকে আটক করে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বংশালের একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।ads din

প্রসঙ্গত, হাজি সেলিম ও তাঁর স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর মামলা করে দুদক। বিচারিক আদালত ২০০৮ সালের ২৭ এপ্রিল ওই মামলায় রায় দেন। রায়ে হাজি সেলিমের ১৩ বছরের কারাদণ্ড হয়। ২০২২ সালে ওই মামলায় হাজি সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। পরে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এরপর কিছুদিন কারাভোগের পর ২০২৩ সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাঁকে জামিন দেন।

সর্বশেষ

এই বিভাগের আরও