মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

সীতাকুণ্ডে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সীতাকুণ্ড প্রতিনিধি *

bsrm

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম সীতাকুণ্ডে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের উদ্যোগে বিভিন্ন স্কুলের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ জন মেধাবী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ শনিবার সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আনুষ্ঠানিকতা শুরু হয়।

কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনায় নান্দনিক রূপে সাজানো হয়েছে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অডিটোরিয়াম। উষ্ণ এই আয়োজনে আনন্দ-উচ্ছ্বাসে উজ্জীবিত হয়ে ওঠে এসএসসি ২০২৪ ব্যাচের মেধাবী কৃতী শিক্ষার্থীরা। সবাইকে সম্মাননা ক্রেস্টসহ মেডেল উপহার তুলে দেন অতিথিরা।ads din

কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রথম হাতিয়ার আমাদের এই মেধাবী শিক্ষার্থীরা। তাদের সাফল্যের সম্মানে আজকের এই আয়োজন। আগামীর বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়তে যেন শিক্ষার্থীরা আকাশ সমান স্বপ্ন দেখতে পারেন তাই তাদের সংবর্ধনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ খোরশেদ, কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য রফিকুল ইসলাম বিমা, মাঈন উদ্দীন মুন্সী,কলেজ শাখার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক রেজাউল করিম রাজুসহ অন্যান্য শিক্ষক ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এসময় লতিফাসিদ্দিকী বালিকা উচ্চবিদ্যালয়, বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়,আর আর টেক্সটাইল উচ্চ বিদ্যালয়,শীতলপুর উচ্চ বিদ্যালয়, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়,হাফিজ জুট মিলস্ উচ্চ বিদ্যালয়,আল আমিন ইসলামিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা-সহ ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও