শনিবার, ২২ মার্চ ২০২৫

চমেক হাসপাতাল পরিচালকের সাথে এসজেএফএর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক *

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের নেতৃবৃন্দ

সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম (এসজেএফ) নেতৃবৃন্দ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক সীতাকুণ্ডের গর্বিত সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।bsrm

আজ মঙ্গলবার (১৪মে) সকালে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরস্পরের সাথে কৌশল বিনিময় হয়। এসময় সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের লক্ষ্য-আদর্শ সীতাকুণ্ডের এই কৃতিসন্তানের কাছে তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসজেএফএর সভাপতি আজিজ আহমেদ চৌধুরী, সহ-সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আমজাদ হোসেন, অর্থ-সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, সহ-তথ্য ও সম্প্রচার সম্পাদক আবু নাসের রিপন, নির্বাহী সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, আজীবন সদস্য চমেক হাসপাতালের সচিব হায়াত হোসেন চৌধুরী ও  মো.নজরুল ইসলাম।

নবনিযুক্ত পরিচালক ব্রিগ্রেডিয়ার তসলিম উদ্দিন সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় চমেক হাসপাতালের সেবার মান অনন্যউচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের বাড়ি সীতাকুণ্ডের পৌরসভার ইদিলপুর গ্রামে আর সচিব হায়াত হোসেন এর বাড়ি সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামে।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও