নিজস্ব প্রতিবেদক *

সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম (এসজেএস) এর উদ্যোগে “সীতাকুণ্ডের সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক এক গোলটেবিল বৈঠক সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১১মে) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এসজেএফ এর প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় এ গোলটেবিল বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (অব.)সুলতান মাহমুদ।
আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সীতাকুণ্ড উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম বাহার, সলিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন আজিজ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী ,সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.আবু বকর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীপক ভট্টাচার্য্য,সীতাকুণ্ড আইনজীবীকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও ইপসা’র পরিচালক (অর্থ ) পলাশ কুমার চৌধুরী। এসজেএফ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকাপ্রবাসী মফিজ উদ্দিন মানিক, অধ্যাপক হারেছ আহমদ,মোহাম্মদ শামসুল আরেফিন, রোটারিয়ান আমজাদ হোসেন, মোহাম্মদ বোরহান উদ্দিন, রোটারিয়ান শওকত হোসেন, অধ্যাপক সঞ্জয় রায়,জাহেদুল ইসলাম চৌধুরী বিটু, সাংবাদিক হাকিম মোল্লা,আবু নাসের রিপন, নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর সেলিম উদ্দিন প্রমুখ।

স্বাধীনতার পাঁচদশক পরও সীতাকুণ্ড যে নানামুখি সমস্যার মহাসাগরে হাবুডুবু খাচ্ছে, গোলটেবিল বৈঠকের মূলপ্রবন্ধে তা ওঠে এসেছে। তাতে বলা হয়, অবহেলা,শোষণ আর বঞ্চনা সীতাকুণ্ডের জনগণের নিত্যসঙ্গী।দীর্ঘদিনের পুঞ্জিভুত নানান সমস্যায় হাবুডুবু খাচ্ছে সীতাকুণ্ডের হতভাগ্য জনগণ। জলাবদ্ধতা, যাতায়াত ,কৃষি,শিক্ষা,বেকারত্ব,পাহাড়কাটা,পরিবেশদূষণ,মদ-গাঁজা ও ইয়াবাসেবীদের উৎপাতসহ নানান সামাজিক সমস্যায় ক্ষতবিক্ষত শিল্পাঞ্চল সীতাকুণ্ডের অবহেলিত মানুষগুলো। কোনো ক্ষেত্রেই উল্লেখ করার মতো অগ্রগতি নেই। জনদুর্ভোগ নিয়ে জোরালো কোনো তৎপরতা নেই কারো। দখলে-দূষণে অস্তিত্ব সঙ্কটে রয়েছে এ জনপদ। স্বাধীনতা অর্জনের চারযুগ গত হলেও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভার,অমিত সম্ভাবনাময় রূপসি সীতাকুণ্ডের কাঙ্খিত উন্নয়ন হয়নি। মূলপ্রবন্ধের আলোকে আলোচকেরা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেন এবং সমস্যা সমাধানের ব্যাপারে সুপারিশ তুলে ধরেন। বিশেষকরে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ভূমিদস্যুরা যে অরাজকতা কায়েম করেছে, তা নিয়ে বাস্তবচিত্র তুলে ধরেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ।
এসময় সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের প্রথম বর্ষপূর্তির কেক কেটে সকলেই আনন্দ ভাগাভাগি করে নেন।