নিজস্ব প্রতিবেদক *
চট্টগ্রাম গণঅধিকার চর্চাকেন্দ্রের মহাসচিব ও সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খানের ছোটভাই,ভাটিয়ারির খান বইবিতানের স্বত্বাধিকারী মঈন উদ্দিন খান হারুণের জানাজা মঙ্গলবার (৯এপ্রিল)সকাল ১১টায় ভাটিয়ারি বিজয় স্মরণী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা.মাহফুজুর রহমান,জেলা মুক্তিযাদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার কামাল দুলু,সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ শরিক হন। জানাজা নামাজ পরিচালনা করেন হযরতুল আল্লামা সাঈদুর রহমান হাশেমী।
জানাজা নামাজের আগে সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আরেফিনের সঞ্চালনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন,সৈয়দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মঞ্জু,প্রয়াতের বড়ভাই মশিউর রহমান খান বক্তৃতা করেন। জানাজাশেষে কলেজপাড়া মসজিদসংলগ্ন কবরস্থানে প্রয়াত মঈনউদ্দিন খান হারুণকে সমাহিত করা হয়।
উল্লেখ্য,গত ৭ এপ্রিল রাত সাড়ে ১০টায় মঈনউদ্দিন খান হারুণ ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।