নিজস্ব প্রতিবেদক *
চট্টগ্রাম নগরীর বিআরটিসির ফলমন্ডি থেকে স্টেশন রোড, নিউ মার্কেট মোড় হয়ে জুবলী রোডের আমতল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন৷
আজ বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে ফলমন্ডি এলাকায় ফ্লাইওভারের নীচের অংশ অবৈধভাবে দখল করে তরমুজের আড়ত বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় তৎক্ষনাৎ আড়তগুলো অপসারণ করে অবৈধ দখলমুক্ত করা হয় সরকারি ভূমি৷
একই সাথে অভিযানে ফলমন্ডি থেকে নিউমার্কেট এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় শতাধিক কাঠের চৌকি ও চেয়ার-টেবিল অপসারণ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, চৈতী সর্ববিদ্যা, শাহরীন ফেরদৌসী, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক। এই পুরো অভিযানটি সমন্বয় করেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম৷ অভিযানকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদের সহায়তা প্রদান করেন।