শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ডে মনোনয়ন ফরম জমা দিলেন এস এম আল মামুন

সীতাকুণ্ডে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন এস এম আল মামুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ৪ (চসিক ৯ ও ১০নম্বর ওয়ার্ডসহ) সীতাকুণ্ড আসনে লড়তে মনোনয়ন ফরম জমা দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন ।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি নির্বাচনী আচরণবিধি মেনে শুধু মনোনয়নপত্রে প্রস্তাবকারি ও সমর্থনকারীদের সঙ্গে নিয়ে সীতাকুণ্ড সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপিস্থত ছিলেন এস এম আল মামুন এর চাচা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এ কে এম জাফর উল্লা, সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, চসিক ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, বাঁশবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আজিজুল হক প্রমুখ
মনোনয়ন পত্র দাখিলের পর এস এম আল মামুন দলীয় নেতা-কর্মীদের নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ।

bsrm

সর্বশেষ

এই বিভাগের আরও