মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

আইআইইউসিতে গণহত্যা দিবস পালিত

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি)  বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ এবং আইআইইউসি কেন্দ্রীয়  মিলনায়তনে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম।bsrm

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি জাতির উপর যে নৃশংস গণহত্যা চালিয়েছিলো তা পৃথিবীর ইতিহাসে ঘৃণাভরে স্মরণ করা হয়। আমরা আজ ২৫শে মার্চের গণহত্যা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ত্রিশ লক্ষ প্রাণ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি। এই দেশকে সুন্দর ও সমৃদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা রুপে গড়ে তোলার দায়িত্বও আমাদেরকেই নিতে হবে।

আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মছরুরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহিদ হোসেন সিকদার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসি রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শরীয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামিল, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. দেলোয়ার হোসেন, সাইন্সেস অব হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজমুল হক নদভী ও আইআইইউসির শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও